• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫ (ভিডিও)

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২২, ১৬:২৬

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার আগে নাওডোবা ব্রিজ-সংলগ্ন এলাকায় মাইক্রোবাসে বাসের ধাক্কায় একজন নিহত ও প্রায় ১৫ আহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মোল্লা (৬০) কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্ৰামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন ব্যক্তি সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। এ সময় সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে আজ শনিবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মোল্লা নামে একজন নিহত ও আহত হয়েছেন প্রায় ১৫ জন।

পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, এ ঘটনায় আব্দুল হক মোল্লা নিহত হয়েছেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। গাড়ির ভেতরেই মারা যান তিনি। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় আনা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষ, নিহত ১ 
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২